রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : বঙ্গোপসাগরে নিম্নচাপজনিত অতিবর্ষণ ও ঝড়ো হাওয়ায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকার শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া কাঁচা আধাপাকা ধানগাছ ক্ষেতে ন্যূয়ে পড়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ নিয়ে কৃষকরা দিশেহারা। বুকভরা আশা নিয়ে এ বছর উপজেলার চৌমুহনী, বহরা, শাহজাহানপুর, আন্দিউড়া, জগদীশপুরসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা শীতকালীন আগাম জাতের টমেটো, মুলা, ঝিঙ্গা, লাউ, আলুসহ বিভিন্ন জাতের সবজি চাষ করেন। কিন্তু অসময়ের টানা বৃষ্টিতে শাকসবজির মারাত্মক ক্ষতি করেছে। বিশেষ করে টমেটো ক্ষেত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিকুল হক জানান, গত কয়েকদিনের প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় দেড়শত হেক্টর শাকসবজির নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়ে কৃষি স¤প্রসারণ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত রিপোর্ট করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।