বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র হাতে আটকের পর পতাকা বেঠকের মাধ্যমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে সাতক্ষীরা ৩৮ বিজিবি’র কুশখালি ক্যাম্পের সদস্যদের নিকট হস্তান্তর করে বিএসএফ।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, খুলনার নবাব মোল্যা (২৬), স্ত্রী তানিয়া বিবি (২১) ও দুই বছরের শিশু পুত্র তামিল মোল্যা।
কুশখালি ক্যাম্পের নায়েব সুবেদার অহিদুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত ১ টার দিকে ভারতের বশিরহাট মহাকুমার দুবলিয়া গ্রাম থেকে ওই তিনজনকে আটক করে ১৪৪ বিএসএফ’র খলিসা ক্যাম্পের টহলদল। পরে পত্রের মাধ্যমে পতাকা বৈঠকের আহবান কওে বিএসএফ। বেলা সাড়ে ১২ টায় সীমান্তের মেইন পিলার ৯ এবং সাব পিলার ৫ এর নিকট পতাকা বৈঠক শুরু হয়। বৈঠকটি ২০ মিনিট স্থায়ী হয়। বৈঠকে আটক তিন বাংলাদেশিকে ফেরত দেয় বিএসএফ। এদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হবে জানান ওই বিজিবি কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।