Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে মিয়ানমার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে-মহাসচিব খেলাফত আন্দোলন

| প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, মিয়ানমার সেনাবাহিনী কতৃক রোহিঙ্গা মুসলিম নিষ্পাপ নারী-শিশু, নিরীহ সাধারণ নাগরিকদের উপর বর্বর নৃসংশ গণহত্যা পৃথিবীর ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। মিয়ানমার সরকারকে রোহিঙ্গা মুসলমানদের ব্যাপারে দ্রæত পদক্ষেপ নিয়ে সর্বহারা অসহায় মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্যথায় বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে মিয়ানমার সরকাররে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।
গতকাল বিকালে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে খেলাফত আন্দোলন সিলেট জেলা শাখা আয়োযিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা সভাপতি মাওলানা শেখ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় নেতা মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সিলেট জেলা শাখার নেতা মঈনুল ইসলাম চৌধুরী ও মাওলানা লুৎফর রহমান প্রমূখ। মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, নিষ্পাপ নারী-শিশু, নিরীহ সাধারণ নাগরিকদের নৃসংশ গণহত্যার পরেও তাদের মানবাধিকার সংস্থাগুলোর নিরব ভুমিকা রহস্যজনক। মুসলমানদের রক্ষায় মুসলিম নেতৃবৃন্দকেই এগিয়ে আসতে হবে।
সভাপতির ভাষণে মাওলানা শেখ নাসির উদ্দিন বলেন, যতদিন পর্যন্ত রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ