Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

জনপ্রশাসনমন্ত্রীর সহধর্মিণীর মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

| প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


স্থানীয় সরকার, পল্ল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোকবাণীতে মন্ত্রী বলেন, শীলা আশরাফ সৈয়দ আশরাফুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবনে সবসময় প্রেরণা জুগিয়েছেন। মন্ত্রী মরহুমার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বাংলাদেশ সময় সকাল ৮ টা ১০ মিনিটে তিনি লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ইউসিএলএইচ ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী ও মেয়ে রীমা আশরাফসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ