Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

পানির নিচে কাপ্তাই উচ্চ বিদ্যালয় সড়ক

| প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কবির হোসেন, কাপ্তাই থেকে ঃ ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে হ্রদের পাশ্ববর্তী নীচু এলাকার বসতি অনেক ঘরবাড়ি ডুবে গেছে। জলবায়ু ব্যাপক পরিবর্তনের ফলে চলতিমাসসহ প্রায় দশমাস যাবত পাহাড়ী এলাকায় থেকে থেমে বৃষ্টিপাত হচ্ছে। হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই লেকের চারপাশ কানায় কানায় ভরে গেছে। পানি বৃদ্ধি পাওয়ার কাপ্তাই জাকির হোসেন স মিল হতে কাপ্তাই উচ্চ বিদ্যালয় সড়কটি প্রায় ৩/৪মাস পানির নিচে ডুবে আছে। এ পথ দিয়ে প্রতিনিয়ত স্কুল, কলেজ, মাদরাসাসহ সাধারণ লোকের যাতায়াতের রয়েছে। প্রতিনিয়ত শিক্ষার্থী ও লোকজন হাটু পরিমান পানি থাকায় বহু কষ্টে চলাচল করছে। শিক্ষার্থীরা বলেন, আল্লা কখন পানি কমবে। আরা আমরা সুন্দারভাবে যাতায়াত করতে পারব। পানি বৃদ্ধি পাওয়ার উক্ত সড়কটি এখন চলাচল অনুপযোগী বলে মনে করেন এলাকার লোকজন। এলাকাবাসির প্রশাসনের কাছে দ্রুত সড়কটি সাধারণ মানুষের চলাচলের উপযোগী করার জোর দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ