Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’দিন ধরে বিদ্যুৎবিহীন ছাতক

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ছাতকে দু’দিন থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন উপজেলাবাসী। আকস্মিক ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঝড়ের কবলে পড়ে ঘাস কাটতে গিয়ে লাল মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে। গত শনিবার প্রতিদিনের ন্যায় সকালে গবাদি পশু নিয়ে বটের নদী পার হয়ে ওপারে যান লাল মিয়া। গরু চরানোর পাশাপাশি ঘাস কেটে বটের নদী পার হয়ে বাড়িতে ফিরলে সারা দিনের ঝড়-বৃষ্ঠিতে সে অসুস্থ্য হয়ে পড়ে। সন্ধ্যায় তার অবস্থার আরো অবনতি ঘটলে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে কালারুকা, দিঘলবন্দ, আরতানপুর, খারগাঁও, মাধবপুর, হাসনাবাদ, রাজাপুর, খাইরগাঁও, আকুপুর, মোহনপুর, তেরাপুর, তাজপুর, ভরাংপার, আলমপুর, মাঞ্জিহারা, গন্ধর্ভপুর, বলারপীরপুর, মামন্দপুর, জামুরাইল, নূরুল্লাপুর, রামপুর, উজিরপুর, রায়সন্তেুাষপুর, গড়গাঁও, গোবিন্দগঞ্জ, তকিপুর, সুহিতপুর, বুড়াইরগাঁও, আলাপুর, জালালপুর, কটালপুর, হালকেয়ারি, পীরপুর, মল্লিকপুর, মুক্তারপুর, খাইরগাঁও, লক্ষীপাশা, পালপুর, জটি, বারগোপি, কল্যাণপুর, দোলারবাজার, মঈনপুরসহ আকস্মিক ঝড়ে উপজেলার দু’শতাধিক গ্রামের বিদ্যুতের খুটি ও লাইনের তারের উপর গাছ ও বাঁশ পড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়ে। গত শনিবার ও গতকাল রোববার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় এব্যাপারে ছাতক বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল হক ও সহকারি প্রকৌশলী আলা উদ্দিন জানান, গতকাল সন্ধ্যায় সব গ্রামে বিদ্যুৎ দেবার জন্যে প্রাণান্তকর প্রচেষ্ঠা চলছে। এমূহুর্তে ৪টি ফিডারের মধ্যে ৩টি ফিডার চালু করা হয়েছে। তবে একটি ফিডার চালুর জন্যে শ্রমিকরা কাজ করছে বলে জানান তারা। এদিকে জাইকা সংস্থার ঠিকাদারি প্রতিষ্ঠান যেসব এলাকায় বিদ্যুৎ লাইনের মেরামত করেছে সেসব স্থানে অত্যন্ত নিম্ন মানের সেকুল দিয়ে কাজ করায় এগুলো বৃষ্টি হলেই লাইন অকেজো হয়ে পড়ে। তাদের সংস্কারকৃত লইনটি অত্যন্ত নিম্নমানের ও ঝুকিপূর্ণ রয়েছে বলে অফিসের একটি সূত্র জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ