Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রাণ বিতরণকালে মশুরিখোলার পীর শাহ আহছানুজ্জামান

| প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা প্রত্যাবাসন করতে হবে
চট্টগ্রাম ব্যুরো : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ঢাকা নারিন্দা মশুরিখোলা দরবারের পীর আল্লামা শাহ আহছানুজ্জামান। গতকাল (সোমবার) সকালে তিনি ২০ সদস্যের একটি দল নিয়ে উখিয়ায় আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে চাল ডাল তেল চিড়াসহ প্রায় পাঁচ লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় আল্লামা আহছানুজ্জামান বলেন, মিয়ানমারকে মুসলমান শুন্য করার পরিকল্পিত ষড়যন্ত্রই হলো রোহিঙ্গা মুসলমানদের দমন-নিপীড়ন ও দেশছাড়া করার মূল কারণ। তিনি বলেন, রোহিঙ্গারা আরাকানের আদি বাসিন্দা হলেও তাদের নাগরিক স্বীকৃতি দেয়া হয়নি। শিক্ষা, স্বাস্থ্যসহ সকল নাগরিক সুবিধা ও মৌলিক অধিকার থেকে রোহিঙ্গা মুসলমানদের বঞ্চিত রাখা হয়েছে।
আল্লামা শাহ আহছানুজ্জামান বলেন, মুসলমান অধ্যুষিত এলাকাগুলোকে ‘সেইফ জোন’ হিসেবে ঘোষণা করে মিয়ানমারে মুসলমানদের নিরাপদ বসবাস নিশ্চিত করতে জাতিসংঘের তত্ত¡াবধানে রোহিঙ্গা মুসলমানদের প্রত্যাবাসন করতে হবে। মিয়ামারের ওপর অর্থনৈতিক অবরোধ এবং দেশটিকে সকল আন্তর্জাতিক সংস্থা থেকে বহিস্কার করার দাবি জানান নারিন্দার পীর সাহেব।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনীয়া দরবারে বেতাগী আস্তানার সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ, শাহ মুহাম্মদ মোহছেনুজ্জামান, শাহ মুহাম্মদ সাইফুজ্জামান, মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মুহাম্মদ ইমরান হোসেন তুষার, হোসাইন মুহাম্মদ এরশাদ, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ আবদুল্লাহ আল রোমান, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ মিনহাজুল আবেদীন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ