Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া চেম্বার নির্বাচন সম্পন্ন

বিশেষ সংবাদদাতা, বগুড়া ঃ | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

উৎসবমূখর পরিবেশে শান্তিপুর্ণভাবে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। টিএমএসএস মহিলা মার্কেটের সম্মেলন কক্ষে গত রোববার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনার পর রাত প্রায় ১ টায় ফলাফল ঘোষণা করা হয়। জেনারেল ক্যাটাগরীতে বিজয়ী পরিচালকরা হলেন মাসুদুর রহমান মিলন (কলম), আবুল কালাম আজাদ (দেয়াল ঘড়ি), তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারী (মই), আলহাজ্ব তোফাজ্জল হোসেন (আনারস), মাফুজুল ইসলাম রাজ (ফুটবল), হাসান আলী আলাল (ছাতা), আলহাজ্ব আব্দুল গফুর (মাইক), গোলাম কিবরিয়া বাহার (বই), অশোক রায় (মোরগ), এম. শাহরিয়ার আরিফ ওপেল (পাখা), পারভেজ হোসেন (উজ্জ্বল) (চেয়ার), আসিফ মোহাম্মদ খান (টেবিল)। এছাড়া এসোসিয়েট ক্যাটাগরীতে নির্বাচিতরা হলেন শফিউল ইসলাম খোকন, সাইরুল ইসলাম, আবু ওবায়দুল ইসলাম ববি, আলহাজ্ব মোতাহার হোসেন, খলিলুর রহমান ও এ.টি.এম শাফিকুল হাসান জুয়েল। বগুড়া চেম্বারের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড: আল মাহমুদ জানান, সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে জেনারেল ক্যাটাগরীর ৬শ’৬৬ জন ভোটারের মধ্যে ৫শ’৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর এসোসিয়েট ক্যাটাগরীর ৫১ জন ভোটারের সবাই ভোট প্রদান করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ