Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাণিজ্য মন্ত্রণালয় এবং আইএফসি চুক্তিস্বাক্ষর

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশের প্রতিযোগিতা-সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রপ্তানি নির্ভর প্রবৃদ্ধি অর্জনের লক্ষে কারিগরি সহায়তা প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন (আইএফসি-বিশ্বব্যাংক-এর একটি সদস্য প্রতিষ্ঠান)- এর সাথে পরামর্শ মূলক উদ্যোগের বিষয়ে গত রোববার রাতে হোটেল সোনারগাঁও-এ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের জন্য সেক্টর প্রতিযোগিতা-সক্ষমতা বিষয়ক পরামর্শ শিরোনামের এই উদ্যোগ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড (বিআইসিএফ)-এর বিষশ্লেষণধর্মী ও পরামর্শমূলক বৃহত্তর একটি কর্মসূচির অংশ। প্রতিযোগিতা-সক্ষমতা বৃদ্ধি ও যোগাযোগ স¤প্রসারণের মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নের লক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিআইসিএফ-এর পরামর্শ মূলক এই কর্মসূচি বিশ্বব্যাংক গ্রুপ- এর ট্রেড এন্ড কম্পেটিটিভনেস গেøাবাল প্র্যাকটিস এবং ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট -এর পার্টনারশীপ প্রোগ্রাম যা আইএফসি বাস্তবায়ন করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু এবং আইএফসি-এর বাংলাদেশ, নেপাল এবং ভুটানের কান্ট্রিম্যানেজার ওয়েনডি জো ওয়ার্নার এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ-এর সিনিয়র ইকোনোমিস্ট ড. মাসরুর রিয়াজ এবং ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট-এর টিম লিডার কীথ থমসন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ