Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধান্ত থেকে সরে এলো টিএসসি কর্তৃপক্ষ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির (ছাত্র শিক্ষক কেন্দ্র) সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে বেধে দেয়া দাফতরিক সময়সীমা স্থগিত করেছে টিএসসি কর্তৃপক্ষ। গতকাল
সোমবার টিএসসির পরিচালক মহিউজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, অফিস কার্যক্রম পরিচালনা করা সংক্রান্ত দেয়া নোটিশটি এখনই কার্যকর হচ্ছেনা। এ বিষয়ে ভিসি সকল সংগঠনের সাথে সভা করে সময় নির্ধারণ করে দেয়ার কথা বলেছেন। ফলে অফিস কার্যক্রমের সময়সীমা আরো বাড়তে পারে।
এর আগে গত ১৭ অক্টোবর টিএসসির পরিচালক স্বাক্ষরিত এক চিঠিতে টিএসসির সংগঠনসমূহের অফিসিয়াল সময় রাত ৮টা পর্যন্ত করা হয়। তবে বিশেষ প্রয়োজনে অনুমতি সাপেক্ষে রাত ১১টা পর্যন্ত অফিসিয়াল কার্যক্রম চালানো যাবে বলেও ওই নোটিশে উল্লেখ করা হয়। নোটিশটি সাধারণ শিক্ষার্থীদের নজরে আসলে তীব্র সমালোচনার মুখে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ