প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অপু ও শাকিব একসঙ্গে সংসার করছেন না, এটা এখন বাস্তব। দুইজন আলাদাভাবে থাকছেন। বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর শাকিব ঘোষণা দিয়েছিলেন, গত ১ বৈশাখ অপুকে ঘটা করে ঘরে তুলবেন। শেষ পর্যন্ত দেখা গেল, তার ঐ ঘোষণা বাস্তবায়ন হয়নি। শাকিব পুত্রের ভরণ-পোষণের খরচ দিলেও তার সঙ্গে সবসময় সময় কাটাচ্ছেন না। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে পুত্রের ভরণ- পোষণ দিয়েই শাকিব পিতার দায়িত্ব পালন করছেন। আর অপুর প্রতি তার তেমন কোনো আগ্রহই পরিলক্ষিত হচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে, চলচ্চিত্রাঙ্গণে প্রশ্ন উঠেছে, তাহলে কি শাকিব-অপু বিচ্ছেদের দিকে এগুচ্ছেন? এর কারণ, তাদের একসঙ্গে সংসার না করা। তাছাড়া কয়েক দিন আগে ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে অপু বিশ্বাস অনুষ্ঠান আয়োজন করলেও সেখানে শাকিব যাননি। কয়েক দিন আগে এফডিসিতে শাকিব ও অপু বিশ্বাস আলাদা দুটি সিনেমার শূটিং করলেও একে অপরের সঙ্গে দেখা করেননি। ফলে গুঞ্জণ ছড়িয়েছে, তাদের মধ্যে ছাড়াছাড়ি হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও অপু বিশ্বাস বে ছেন, শাকিব আমার স্বামী, আমার সন্তানের বাবা। এটুকু নিয়েই আমি সুখী। অপুর এ কথা থেকেই বোঝা যায়, তার জন্য সন্তানের স্বীকৃতি পাওয়াটাই সবচেয়ে বড় ব্যাপার। তাকে স্ত্রীর মর্যাদা দিল কি দিল না, তা গৌণ। এদিকে শাকিব যাতে অপু বিশ্বাসের সাথে ঘেঁষতে না পারেন, এজন্য শাকিবের সাথে এখন জুটি বেঁধে অভিনয় করছেন ‘ব’ অদ্যাক্ষরের এক নায়িকা নাকি শাকিবকে আগলে রেখেছেন। নায়িকাটি চাচ্ছে না শাকিব যাতে কিছুতেই অপু বিশ্বাসের সাথে সম্পর্ক রাখুক। এর কারণ হিসেবে চলচ্চিত্রাঙ্গণে কেউ কেউ বলছে, শাকিব ও নায়িকাটি নাকি বিয়েও করে ফেলেছেন। যদিও নায়িকাটির এর আগে একাধিক বিয়ে হয়েছে এবং তিনি সন্তানের মা-ও হয়েছেন। এখন এ নায়িকা সিনেমায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য শাকিবকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছেন। এদিকে অপু বিশ্বাস আবারও চলচ্চিত্রে নিজেকে ফিরে পাওয়ার জন্য, নতুনভাবে নিজেকে প্রস্তুত করছেন। আগামী সপ্তাহে সিঙ্গাপুর যাবেন চিত্রনায়িকা বিশ্বাস। সেখানে সপ্তাহখানেক থাকবেন তিনি। সেখানে শপিং করার পাশাপাশি তিনি সেখানে ফিজিশিয়ানের কাছ থেকে স্লিম হওয়ার টিপস নেবেন। কীভাবে স্থূলতা কমিয়ে আনা যায়, এজন্য একজন ডায়েটিশিয়ানের সাথে সাক্ষাৎ করবেন। এদিকে অপু স¤প্রতি একাধিক সিনেমায় অভিনয় করবেন বলে খবর রটেছে। তিনি বলেন, এসব সংবাদের কোনো ভিত্তি নেই। নিজেকে চলচ্চিত্র উপযোগী করে তারপর চলচ্চিত্রে ফিরবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।