Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চন্দ্রকলা থিয়েটারের একযুগ পূর্তি উৎসব

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চন্দ্রকলা থিয়েটার এক যুগে পদার্পন করেছে এবং দলটির জনপ্রিয় মৌলিক হাসির নাটক ‘তামাশা’র ৫০ তম মঞ্চায়ন হতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ২৮ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৬ টায় এক্সপেরিমেন্টাল হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে চন্দ্রকলা থিয়েটার আয়োজন করেছে এক যুগপূর্তি উৎসব। চন্দ্রকলা থিয়েটার নিয়মিতভাবে প্রদান করে থাকে ‘চন্দ্রকলা পদক’। এবার ‘চন্দ্রকলা পদক’ পাচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট। উল্লেখ্য এর আগে ‘চন্দ্রকলা পদক’ পেয়েছেন নাট্যজন লিয়াকত আলী লাকী এবং নাট্যজন কেরামত মাওলা। পদক প্রদান ও আলোচনা অনুষ্ঠানের পর মঞ্চায়িত হবে জনপ্রিয় মৌলিক হাসির নাটক ‘তামাশা’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসির উদ্দীন ইউসুফ, সভাপতি আই.টি.আই বাংলাদেশ কেন্দ্র। বিশেষ অতিথি ঝুনা চৌধুরী, সভাপতি মন্ডলীর সদস্য বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশান, আহমেদ গিয়াস, সাধারণ সম্পাদক বাংলাদেশ পথ নাটক পরিষদ। সভাপতিত্ব করবেন-মামুনুর রশীদ মামুন, সভাপতি চন্দ্রকলা থিয়েটার। দল প্রধান এইচ আর অনিক বলেন, চন্দ্রকলার এক যুগে পদার্পন আমার জন্য খুবই আনন্দের এবং আরও আনন্দের আমার রচনা ও নির্দেশনায় তামাশা নাটকের ৫০ তম মঞ্চায়ন হতে যাচ্ছ। দলকে এই পর্যন্ত আনতে অনেক পরিশ্রম করেছি। পরিবারের চাইতে বেশি সময় দিয়েছি দলকে। আমার স্বপ্ন চন্দ্রকলাকে নিয়ে অনেক দূর পথ চলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ