বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি স্বাধীন প্রতিষ্ঠান তাই প্রধান বিচারপতি বা অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত দুদক নিজেদের মতো করেই নেবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল রোববার দুদকের প্রধান কার্যালয়ে মতবিনিয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইকবাল মাহমুদ। দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের মধ্যে পারস্পরিক দ্বি-পাক্ষিক সমঝোতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইকবাল মাহমুদ বলেন, দুদক একটি সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান। দুদকের সিদ্ধান্ত দুদকই নেবে। যে কোনো বিষয় নিয়ে সিদ্ধান্তে আমরা খুবই স্বচ্ছ। যখনই কোনো সিদ্ধান্ত হয়েছে আপনারা জেনেছেন।
প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে উঠা অভিযোগগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন- দুদক তদন্ত করবে কি না, এমন প্রশ্নে জবাবে স্পষ্ট করে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে সিদ্ধান্ত হলে সবাই জানবে বলে জানান ইকবাল মাহমুদ। প্রধান বিচারপতির বিরুদ্ধে নৈতিক স্খলন, অর্থপাচারসহ ১১টি অভিযোগ পাওয়ার কথা জানিয়ে গত ১৪ অক্টোবর সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত সংবাদ এক বিবৃতি জানানো হয়। এরপর আইন মন্ত্রী বলেছিলেন, অভিযোগগুলো তদন্ত করতে পারে দুদক।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, মার্কেটে যদি সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা যায় তাহলে মানুষের পকেট কেটে অনুপার্জিত আয় করার পথ সঙ্কুচিত হয়ে যাবে। অনুপার্জিত আয় কমে আসলে দুদকের কাজও কিছুটা সহজ হয়ে যাবে। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন প্রতিযোগিতা কমিশনসহ সকলকে সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে চায়। তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়া নিয়ে আমরা উদ্বিগ্ন। টেন্ডার প্রক্রিয়া আমাদের দেশের দুর্নীতির আরেকটি উৎস। এক্ষেত্রে তথাকথিত নিগোসিয়েশন হচ্ছে। এই নিগোসিয়েশন প্রক্রিয়ায় দুর্নীতি হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে দুদকের নিকট অভিযোগ আসে। নিগোসিয়েশন হতে পারে, তবে তা হতে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে।
প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী বলেন, এটি একটি নতুন প্রতিষ্ঠান। তাই আমরা দুদকের তদন্ত এবং প্রযুক্তিগত অভিজ্ঞতার সহযোগিতা চাই। তিনি বলেন, আমরা দুদকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য একটি লিখিত প্রস্তাব দিতে চাই। হঠাৎ করে চালের দাম বা পিঁয়াজের দাম বাড়িয়ে কিছু লোক দ্রুত ধনী হতে চায়। এসকল ক্ষেত্রে প্রতিযোগিতা কমিশন হস্তক্ষেপ করবে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুদক সচিব ড. মোঃ শামসুল আরেফিন, মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী, মোঃ আসাদুজ্জামান, মোঃ জাফর ইকবাল, মোঃ আতিকুর রহমান খান ও বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের তিনজন কমিশনার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।