Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী প্রস্তুতি ঢাকা-৭ আসন নতুন প্রার্থী চায় স্থানীয় আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 নির্বাচনী হাওয়া বইছে ঢাকা-৭ আসনে। আগামী একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের কেউ কেউ পোস্টার ব্যানার ফেস্টুন লাগিয়ে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষনের চেষ্টা করছেন। জানান দিচ্ছেন নির্বাচনে নিজের প্রার্থী হওয়ার বিষয়টি। আবার কেউ কেউ মাঠ পর্যবেক্ষণ করছেন। তবে সব প্রার্থী এলাকার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। স্থানীয় নেতাকর্মীরাও তাদের পছন্দের প্রার্থীর পক্ষে জোরেশোরে মাঠে নেমেছেন। এরইমধ্যে আলোচনায় রয়েছে একাধিক নতুন মুখ। আগামী নির্বাচন প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ হবে এটা মাথায় রেখেই পুরোনোদের প্রতি আস্থা পাচ্ছে না স্থানীয় আওয়ামী লীগ।
জানা গেছে, এখানে বিএনপির সঙ্গে লড়াইয়ে টিকতে হলে নতুন প্রার্থীদের মধ্যে থেকে এলাকার মানুষের সঙ্গে যাদের নিবিড় সম্পর্ক আছে এমন সৎ ও জনপ্রিয় প্রার্থীদের মধ্যে থেকে মনোনয়ন দিতে হবে। এরমধ্যে নতুন প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ও ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আজিজ (তামিম) এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আকতার হোসেন।
ঢাকা-৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মো. হুমায়ুন কবির ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি পদে আছেন। এরআগে তিনি দীর্ঘ ২৪ বছর বৃহত্তর লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ‘আদি ঢাকাইয়া’ হুমায়ুন কবির বিএনপি-জামায়াত জোটের আমলেও তিনি কমিশনার নির্বাচিত হন। দীর্ঘ ২৩ বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকারী হুমায়ুন কবির বলেন, আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। বিএনপি-জামায়াত জোটের আমলেও এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে কমিশনার নির্বাচিত করেছিল। এখন বৃহত্তরভাবে জনগণের সেবা করার জন্য এমপি নির্বাচন করতে চাই। তিনি বলেন, দলের দুঃসময়ে পাশে ছিলাম। ১/১১ এ নেত্রীর মুক্তি আন্দোলনে সামনের সারিতে থেকে রাজপথে আন্দোলন করেছি। জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার আস্থা আছে। আগামী নির্বাচনে তিনি ত্যাগী, সৎ ও জনপ্রিয় প্রার্থী হিসেবে মূল্যায়ন করবেন।
তরুণ প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মরহুম এমএ আজিজের বড় ছেলে ওমর বিন আজিজ তামিম। যিনি লন্ডন থেকে উচ্চতর ডিগ্রী নিয়ে দেশে ফিরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। এখন তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ চিংড়ী ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। ওমর বিন আজিজ বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে আমার পরিবারের বিশেষ অবদান রয়েছে। আদি ঢাকার সন্তান হিসেবে অত্র পুরাতন ঢাকার জনগণের সঙ্গে আমার পরিবার ও আমার সম্পর্ক দীর্ঘদিনের। আওয়ামী লীগের একজন সৎ ও নিষ্ঠাবান কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি দীর্ঘ অনেক বছর। জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে অত্র এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি চলছে। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে এলাকাতে ব্যাপকভাবে কর্মকান্ডের কারনে প্রশংসিত হয়েছি। ইনশাল্লাহ আগামীতেও নিজের যোগ্যতা প্রমাণে সফল হব।



 

Show all comments
  • রশিদ ২৩ অক্টোবর, ২০১৭, ৫:৫৭ এএম says : 0
    নেত্রী যাকে চাইবেন সেই হবে।
    Total Reply(0) Reply
  • sheikh mohammed alamgir ২৩ অক্টোবর, ২০১৭, ৯:৪৬ এএম says : 0
    allahualamu bishsoyab, asiteche notun chomok.......
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ