বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্পোর্টস রিপোর্টার : জাতীয় সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে। এদিন সকাল সাড়ে নয়টার প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। গত মাসে জুনিয়রদের লড়াই শেষে এবার সিনিয়রদের শ্রেষ্ঠত্ব দেখানোর পালা। দেশসেরা টেবিল টেনিস খেলোয়াড় খন্দকার মাহবুব বিল্লাহ, মানস চৌধুরী, রহিমা ও রুমিদের নৈপূণ্যের ঝলক দেখা যাবে কাল থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে। সাউথইষ্ট ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ আসরে ৩৮টি জেলা, তিনটি সংস্থা ও চারটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আড়াইশ’ খেলোয়াড় অংশ নেবেন। এদের মধ্যে ১৮০ জন পুরুষ ও ৬০ জন মহিলা রয়েছেন। সংস্থাগুলো হলো- বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ও ভিডিপি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। পুরুষ ও মহিলা একক, দ্বৈত ও দলগত এবং মিশ্র দ্বৈতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। জুনিয়র চ্যাম্পিয়নশিপের সব খেলোয়াড় অংশ নিতে না পারলেও বড়দের সঙ্গে একক ইভেন্টে খেলার সুযোগ পাবেন ওই প্রতিযোগিতার এককে সেরা বালক ও বালিকা খেলোয়াড়। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৯ লাখ ৬০ হাজার টাকা। যার মধ্যে পৃষ্ঠপোষক সাউথ ইষ্ট ব্যাংক লিমিটেড দিচ্ছে আট লাখ টাকা। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম ও সাইদুল হক সাদী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।