Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সাত দেশের অংশগ্রহণে আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিতেছে বাংলাদেশ। ভারতের জয়পুরে ১১ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশ নেয়া দেশগুলো হলো-জাপান, নেপাল, সুইডেন, আমেরিকা, ইরান, বাংলাদেশ ও ভারত। ব্যক্তিগত কাতা ও কুমিতে সাতটি স্বর্ণ, নয়টি রুপা ও পাঁচটি ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ব্যক্তিগত কাতায় আনসারের ইবনে ইফতেখার হোসেন, মিনা তাসপ্রিভা মেজান ও বিএসকেএফের মুহাম্মদ রমজান স্বর্ণ জেতেন। আনসারের ইব্রাহিম হাসান, মোস্তফা কামাল, ইবনে ইফতেখার, একই সংস্থার সৈয়দ নুরুজ্জামান ও নাসিমা আক্তার রুপা এবং অ্যারেনা ক্লাবের রাইয়ান, একই ক্লাবের আরিয়ান ও আনসারের সৈয়দ নুরুজ্জামান ব্রোঞ্জপদক জেতেন। ব্যক্তিগত কুমিতে অ্যারেনার আরিয়ান, আনসারের ইবনে ইফতেখার হোসেন, একই দলের নাসিমা আক্তার এবং ও বিএসকেএফের মুহাম্মদ রহমান সোনা জেতেন। একই ইভেন্টে আনসারের ইব্রাহিম হাসান, লোকমান হোসেন, আশরাফুল ইসলাম ও মিনা তাসপ্রিভা মেজান রুপা এবং অ্যারেনার রাইয়ানুল ইসলাম ও আনসারের মোস্তফা কামাল ব্রোঞ্জপদক জেতেন। সাত দেশের টুর্নামেন্টে নেপাল রানার্সআপ ও ইরান তৃতীয় হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ