বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : উজানের পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়ে বেত্রাবতী নদী উপচে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরসহ পৌর সভার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে বেত্রাবতী নদী তীরবতী এলাকার শতাধিক বাড়ির আঙ্গিনায় পানি প্রবেশ করেছে। পৌরসভা সুত্রে ও সরেজমিনে জানা গেছে, উপজেলার রায়টা-কোটাবাড়ি এলাকা থেকে কয়েক কিলোমিটার নদীর পাশ বেধে ভুমি দস্যূরা মাছের ঘের নির্মাণ করেছে। এতে করে বেত্রাবতী নদীর পানি প্রবাহের স্থান সংকুচিত হয়ে পড়েছে। ফলে যশোর জেলা ও কলারোয়া উপজেলার বিস্তৃর্ণ অঞ্চলের পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। এতে করে উজানের পানি বেত্রবতী উপচে পার্শ্ববর্তী এলাকারু ফসলী ক্ষেতে প্রবেশ করছে। পৌর এলাকার পানি নিস্কাশন ড্রেন দিয়ে এই পানি প্রবেশ করে কলারোয়া উপজেলা পরিষদের প্রবেশ দ্বার ২/৩ ইঞ্চি পানিতে প্লাবিত হয়েছে। নদীর চর এলাকায় বসবাসরত শতাধিক বাড়ির আঙ্গিনা পানিতে ডুবে গেছে। এসমস্ত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে পানি নিস্কাশনের অভাবে নদী তীরবতী মুরারীকাটি ও কাশিয়াডাঙ্গা এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে বলেও জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।