Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরীর ফুটপাথ দখলকার ২৬ জনকে খুঁজছে পুলিশ

নগরীর ফুটপাথ দখলকার ২৬ জনকে খুঁজছে পুলিশ | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ফয়সাল আমীন, সিলেট থেকে : সিলেট নগরীর ফুটপাতের অবৈধ দখলদার ও তাদের আশ্রয়দাতা হিসেবে ২৬ জনকে পুলিশ খুঁজছে। আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে। সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরোর আদালতে এ পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্র জানায়, দাখিলকৃত তালিকায় যাদের নাম দেয়া হয়েছিলো সেটিতে পূর্ণাঙ্গ ঠিকানা ছিল না। ফলে আদালত বৃহস্পতিবার ফুটপাত দখলদারদের পূর্ণাঙ্গ নাম ও পরিচয় দাখিল করতে কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেনকে নির্দেশ দিয়েছিলেন। যে ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হচ্ছেন- সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সভাপতি রকিব আলী, সহ-সভাপতি আতিয়ার রহমান, শফিক আহমদ, মো. আব্দুল বাশার, রুহুল আমিন রুবেল, মখলেছুর রহমান, মো. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক খোকন ইসলাম, জিন্দাবাজার অটোরিক্সা স্ট্যান্ডের আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো: ইসলাম উদ্দিন, শফিক উদ্দিন, আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক রুমন আহমদ, সদস্য সচিব ইউসুফ আলী, মধুবন পয়েন্ট ইমা-লেগুনা স্ট্যান্ডের সভাপতি সোহাগ মিয়া, সহ-সভাপতি মো: আদিল, সাধারণ সম্পাদক মো: কবির মিয়া, অর্থ সম্পাদক মো: বাবুল মিয়া, রংমহল টাওয়ার অটোরিকশা সিএনজি স্ট্যান্ডের সভাপতি মো: আজমল হোসেন, সহ-সভাপতি মো: মুরাদ হোসেন, তামাবিল ইমা লেগুনা স্ট্যান্ডের সভাপতি মো: সাহাব উদ্দিন সাবু, সহ-সভাপতি ফয়জুল মিয়া, কার্যকরী সভাপতি মো: নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ: নুর হিরন, কোষাধ্যক্ষ মো: আব্দুর রশিদ এবং অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আম্বরখানা-সালুটিকর শাখার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য তেরা মিয়া।
এর আগে বৃহস্পতিবার সকালে পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত তালিকা আদালতে দাখিল করেন মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন। পরে তালিকার ওই ২৬ জনকে আসামী করে রাষ্ট্রপক্ষ বাদী হয়ে সিআর-১৪০৬ নং ফৌজদারী কার্যবিধি আইনে একটি মামলা নথিভূক্ত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ