বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : কোম্পানীগঞ্জ উপজেলাস্থ উপক‚লীয় দ্বীপাঞ্চলের ৫০জন খামারীর ২০ হাজার গরু, মহিষ নোয়াখালীর স্বর্ণের চর ওরপে জাহাইজ্জার চর, চরবালুয়া ও ঠেঙ্গার চরে লালন পালন করে আসছে। এ গরু, মহিষ বঙ্গোপসাগরে সৃষ্ট ৩ নম্বর সতর্ক সংকেত জলোচ্ছ¡াস ও প্রবল জোয়ারের ¯্রােতে হঠাৎ করে গত শনিবার সন্ধ্যায় বাতানে থাকা অবস্থায় ভেসে গেছে। গরু মহিষ চট্টগ্রামের মীরস্বরাই, সীতাকুন্ড, স্ব›দ্বীপ, নোয়াখালীর উড়িরচর ও হাতিয়া, ফেনীর সোনাগাজী, কক্সবাজার জেলায় ভেসে যায়। এ ঘটনায় খামারের মালিকেরা কোম্পানীগঞ্জ থানায় জিডি করেন। এছাড়াও জলোচ্ছাসে মুছাপুর ইউনিয়নের রোকেয়া বেগম নামে এক নারী ভেসে যায়। চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গিরি ধোপা ওয়াপদা বেড়িবাঁধ ভেঙ্গে ১, ৪ ও ৬নং ওয়ার্ড এবং চরএলাহী ইউনিয়নের ১, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড পানির নিচে তলিয়ে যায়। ভাসিয়ে নিয়ে যায় বাড়ি, ঘর, মৎস খামার ক্ষতিগ্রস্থ হয় রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা। শত শত মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও উপজেলা প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।