Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নন-ক্যাডার শিক্ষকদের পার্শ্বপ্রবেশ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উদ্বেগ উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে

নরসিংদী প্রেস ক্লাবে মতবিনিময় সভায় বক্তাগণ

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নন-ক্যাডার শিক্ষকদের পার্শ্বপ্রবেশ তথা অনুপ্রবেশ রোধের আন্দোলন জোরদার হচ্ছে। সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা জাতীয় শিক্ষানীতিতে ঘোষিত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরনে সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবীতে আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। এব্যাপারে শিক্ষকরা আভ্যন্তরীনভাবে সংঘটিত হচ্ছে। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জাতীয় ইউনিট থেকে শুরু করে কলেজ ইউনিট পর্যন্ত শিক্ষকদের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাকুরীর বিধিবিধান সংবলিত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণে সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ নরসিংদী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল রবিবার সকালে নরসিংদী প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, নরসিংদীর সভাপতি প্রফেসর ড. মো: আনোয়ারুল ইসলাম। সভায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আইকে সেলিম উল্লাহ খোন্দকার ও মহাসচি মোঃ শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত সমিতির কেন্দ্রীয় কমিটির লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো: মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমিতির সম্পাদক, প্রফেসর মো: জাকির হোসেন, সমিতির কলেজ ইউনিটের সভাপতি মোঃ আতাউর রহমান, সরকারী কলেজের বাংলা বিভাগের শিক্ষক মুহাম্মদ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সচিব মোঃ শাখাওয়াত হোসেন খান লাভলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আব্দুল হালিম ভূইয়া, কলেজ ইউনিটের সহ-সভাপতি মোঃ খাবির হোসেন, সম্পাদক পুলক কুমার সাহা, শহীদ আসাদ সরকারী কলেজ ইউনিটের সম্পাদক মোঃ হারুন অর রশিদ, জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক ড. মুহাম্মদ সোহরাওয়ার্দী, কলেজ ইউনিটের কোষাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, জেলা ইউনিটের দপ্তর সম্পাদক এমএ মোমেন মিয়া প্রমুখ। বক্তাগন বলেন, সু-নির্দিষ্ট নীতিমালা ছাড়া বেসরকারী কলেজসমূহকে জাতীয়করণ করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নন-ক্যাডার শিক্ষকদের পার্শ্বপ্রবেশ তথা অনুপ্রবেশ ঘটিয়ে বৃহৎ এ ক্যাডারকে ক্রমশ: ভয়ংকর অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়া হচ্ছে। মান সম্মত শিক্ষা অর্জনের লক্ষ্যকে সংকটের দিকে ধাবিত করা হচ্ছে। এই অবস্থায় শিক্ষা ক্যাডারদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা আর হুতাশার কালো ছায়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ