Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেত্রকোনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

নেত্রকোনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপত্তা সড়ক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএ নেত্রকোনা সার্কেল-এর যৌথ উদ্যোগে গতকাল রবিবার নেত্রকোনায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজিজ হায়দার ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় নিরাপদ সড়কের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ খালিদ হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার, বিআরটিএ নেত্রকোনা সার্কেলের মটরযান পরিদর্শক মোঃ মোছাদ্দেক হোসেন, জেলা মটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা সিবলী সাদিক, মোঃ বজলুর রহমান, নিরাপদ সড়ক চাই নেত্রকোনা জেলা কমিটির সহ-সভাপতি মোঃ আব্দুল মোমেন খান, সহ-সভাপতি বিনয় তালুকদার, সাধারণ সম্পাদক চঞ্চল সরকার, সহ সাধারণ সম্পাদক হিমেল খান মিল্কী ও সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ মামুন প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ