Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে ফসলের ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ বিপর্যস্ত

নান্দাইল (ময়মনসিংহ) থেকে শংকর চন্দ্র বনিক : | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নিম্নচাপের প্রভাবে সারা দেশের ন্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌর সদর সহ ১২ ইউনিয়নে টানা ৩ দিনের টানা প্রবল বর্ষন ও ঝড়ো হাওয়ার কারনে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার রোপা আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। প্রচন্ড ঝড়ো হাওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ লাইন ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় নান্দাইলবাসী ৩ দিন অন্ধকারে দিনাতিপাত করেছে। মঙ্গলবার সকাল থেকে পৌর সদরে বিদ্যুৎ চালু হলেও বিভিন্ন ইউনিয়ন এখনো অন্ধকারে রয়েছে।
নবান্নের পূর্ব মূহুর্তে কার্তিক মাসে নিম্নচাপের কবলে পড়েছে সামগ্রিক কৃষি। ৩ দিনের অব্যাহত বর্ষনের কারনে ক্ষতির আশংকা দেখা দিয়েছে রোপা আমন ধান ও সবজির। অনিশ্চিত হয়ে পড়েছে ডাল ও তেলজাতীয় ফসল আবাদ। বৈয়জ্যৈষ্টরা জানান, বিগত ১৫/১৬ বছরের মধ্যে কার্তিক মাসে এমন রেকর্ড পরিমান ৩ দিন দিনরাত সমান তালে অঝোরে আষাড়ের মত বৃষ্টিবাদল দেখা যায়নি। কিছুদিন পরেই রোপা আমন ধান কাটা শুরু হওয়ার কথা।
এই সময়ে গত ৩ দিনের অঝোর ধারার বৃষ্টি হাওয়ার ফলে প্রায় ১৬০০ হেক্টর পাকা ধান মাটিতে পড়ে গেছে। যে সমস্ত পাকা ধান প্রবল বর্ষনে পানির নীচে ও মাটির সাথে মিশে ও তলিয়ে গেছে তা সহসা পানি না কমলে তা অধিকাংশই নষ্ট হয়ে চিটা হওয়ার আশংকা রয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্র জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ