রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নিম্নচাপের প্রভাবে সারা দেশের ন্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌর সদর সহ ১২ ইউনিয়নে টানা ৩ দিনের টানা প্রবল বর্ষন ও ঝড়ো হাওয়ার কারনে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার রোপা আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। প্রচন্ড ঝড়ো হাওয়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ লাইন ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় নান্দাইলবাসী ৩ দিন অন্ধকারে দিনাতিপাত করেছে। মঙ্গলবার সকাল থেকে পৌর সদরে বিদ্যুৎ চালু হলেও বিভিন্ন ইউনিয়ন এখনো অন্ধকারে রয়েছে।
নবান্নের পূর্ব মূহুর্তে কার্তিক মাসে নিম্নচাপের কবলে পড়েছে সামগ্রিক কৃষি। ৩ দিনের অব্যাহত বর্ষনের কারনে ক্ষতির আশংকা দেখা দিয়েছে রোপা আমন ধান ও সবজির। অনিশ্চিত হয়ে পড়েছে ডাল ও তেলজাতীয় ফসল আবাদ। বৈয়জ্যৈষ্টরা জানান, বিগত ১৫/১৬ বছরের মধ্যে কার্তিক মাসে এমন রেকর্ড পরিমান ৩ দিন দিনরাত সমান তালে অঝোরে আষাড়ের মত বৃষ্টিবাদল দেখা যায়নি। কিছুদিন পরেই রোপা আমন ধান কাটা শুরু হওয়ার কথা।
এই সময়ে গত ৩ দিনের অঝোর ধারার বৃষ্টি হাওয়ার ফলে প্রায় ১৬০০ হেক্টর পাকা ধান মাটিতে পড়ে গেছে। যে সমস্ত পাকা ধান প্রবল বর্ষনে পানির নীচে ও মাটির সাথে মিশে ও তলিয়ে গেছে তা সহসা পানি না কমলে তা অধিকাংশই নষ্ট হয়ে চিটা হওয়ার আশংকা রয়েছে বলে উপজেলা কৃষি অফিস সূত্র জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।