বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদক বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা। মাদক দেশের সীমান্ত দিয়ে প্রবেশ করছে। সব পুলিশ সদস্য ফেরেস্তা নয়। দু’একজন পুলিশ সদস্যের কারণেই পুলিশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ট্রাফিক বিভাগের আয়োজনে জেলার পুলিশ লাইনের মাল্টিপারপাস হলে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে চালক এবং হেলপারদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক। এ অনুষ্ঠানে শতাধিক চালক ও হেলপার উপস্থিত ছিলেন। এসপি বলেন, নারায়ণগঞ্জে ২২০০ পুলিশ সদস্য রয়েছে সবাইতো ফেরেস্তা নন। তবে যে সব পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীদের থেকে সুবিধা নেন তারা পুলিশ নামে কলঙ্ক। যে পুলিশ সদস্য মাদক থেকে সুবিধা নেয় তার পরিবারের সদস্যও মাদকের থাবার শিকার হতে পারে। চালকদের উদ্দেশ্যে পুলিশ সুপার মঈনুল হক বলেন, অসংখ্য মানুষের প্রাণ আপনাদের হাতে থাকে। আপনাদের গাফিলতি কিংবা অবহেলার কারণে নিজেরা যেমন দুর্ঘটনার শিকার হতে পারেন তেমনি আপনার পরিবারও দুর্ঘটনার শিকার হতে পারে। এজন্য আপনাদের সচেতন হতে হবে। অনেকে রাতের বেলা না ঘুমিয়ে গাড়ি চালান এর ফলে দুর্ঘটনা ঘটে। আপনারা অনেকেই আইন জানেন অথচ মানেন না। বোধটা আপনাদের ভেতর থেকে জাগ্রত হতে হবে। তিনি আরো বলেন, অনেক পরিবহনে মাদক বহন করা হয়ে থাকে এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। কোথাও জঙ্গি কার্যক্রমের সন্দেহজনক কিছু দেখলে আমাদের জানাবেন। আপনাদের কারণে যাতে সড়কে যানজট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। কর্মশালায় সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ পিপিএম›র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সুভাষ চন্দ্র সাহা, টিআই গোলাম মোস্তফা, টিআই একেএম শরফুদ্দিন, টিআই মো. তাসলিম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।