Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিমান্ড শেষে কারাগারে জামায়াতের আমির মকবুল আহমাদসহ আটজন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীর কদমতলী থানায় অস্ত্র ও বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদসহ আটজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ শাজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম, দক্ষিণ জেলার আমির জাফর সাদেক, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম।
এরআগে দুই মামলায় ১০ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ সাজু মিঞা । মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিন নামঞ্জুরের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিদের জামিন চেয়ে শুনানি করেন আব্দুর রাজ্জাক, এস এম কামাল উদ্দিন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১০ অক্টোবর পৃথক দুই মামলায় পাঁচদিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উলেখ্য, গত ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।



 

Show all comments
  • MIZAN ২২ অক্টোবর, ২০১৭, ১২:১২ পিএম says : 0
    aah!11111111111111111111
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ