বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে আতিকুর রহমান (১৩) ও নজরুল ইসলাম (৫০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাজধানীর খিলগাঁও ও যাত্রাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে আতিকুর রহমান জামালপুরের ইসলামপুর উপজেলার আইয়ুব আলীর ছেলে এবং নজরুল ইসলাম যাত্রাবাড়ী দক্ষিণ কাজলা নয়ানগর এলাকার একটি মুদি দোকানের ম্যানেজার ছিলেন। আতিকুরের পরিবারের সদস্যরা জানান, তার সপরিবারে খিলগাঁও মেরাদিয়া নয়াপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। আতিকুর স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতো। দুই দিনের টানা বৃষ্টিতে বাসার সামনের রাস্তায় পানি জমে যায়। দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে বাসার সামনে জমে থাকা পানিতে পরে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয় আতিকুর রহমান। দ্রæত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত নজরুল ইসলামের ছেলে তামিম জানান, নিজ বাসায় ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হন নজরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে দুপুর ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।