বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের হস্তিদুর গ্রামের দরিদ্র কৃষক শাহ রমজান আলী ৪ লাখ টাকা ব্যাংক ঋণ নিয়ে গড়ে তুলেছিলেন একটি হাঁসের খামার। তার খামারে ছিল ১১’শ হাঁস। গত ৩ দিনের ব্যবধানে তার খামারের সহ¯্রাধিক হাঁস মারা গেছে। হাসগুলো মারা যাওয়ায় একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন এই্ দরিদ্র কৃষক। কি কারণে এতগুলো হাঁস মারা গেল তা নিশ্চিত করেও বলতে পারছেন না কেউ।
জানা যায়, প্রায় ২মাস পূর্বে বাংক ঋণ নিয়ে সাজাদ পোল্ট্রি ফার্ম নামের একটি হাঁসের খামার গড়ে তুলেন। হঠাৎ করে গত বৃহস্পতিবার অজ্ঞাত কারণে খামারের ৫শ, পরদিন ৪’শ এবং গতকাল শনিবার ১’শ ৭৬টি হাঁস মারা যায়।
খামার মালিক, শাহ্ রমজান আলী অভিযোগ করে বলেন, প্রায় ২০দিন পূর্বে খামারের ৮-১০টি হাঁস মারা যায়। বিষয়টি মুঠোফোনে ভেটেনারী সার্জনকে জানালে তার পরামর্শে দু’টি মরা হাঁস অফিসের নিয়ে যাওয়ার পর তিনি তা কেটে পরীক্ষা করে অন্যান্য হাঁসের জন্য ঔষধ প্রদান করেন। পরবর্তী সময়ে ঐ সার্জনের পরামর্শে গত ১২ অক্টোবর খামারের হাঁস গুলোকে ভ্যাকসিন দেয়া হয়। এর পর থেকে হাঁসগুলো দূর্বল হতে থাকে। বৃহস্পতিবার একসাথে ৫’শ হাঁস মারা যাওয়ার বিষয়টি ঐ সার্জনকে জানালে তিনি আসেননি। পরদিন শুক্রবার আরো ৪’শ মারা যাওয়ার পর তিনি এসে আলামত সংগ্রহ করেন। তিনি অভিযোগ করে বলেন, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে ভ্যাকসিন ক্রয় করার সময় তার কাছ থেকে অতিরিক্ত মূল্যও আদায় করা হয়েছে।
উপজেলা ভেটেনারী সার্জন শাহাদত হোসেন বলেন, কি কারণে হাঁস গুলো মারা গেছে তা বুঝা যাচ্ছে না। আলামত সংগ্রহ করা হয়েছে আজ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে। রিপোর্ট হাতে পেলেই মরার কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।