Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ নিরাপত্তা জোরদার

| প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা এবং জালিয়াতি চক্র ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের ৫৭ বিভাগ ও দুটি ইনস্টিটিউটের অধীনে চার হাজার সাতশ’ আসন (কোটাসহ) এর বিপরীতে তিন লাখ ১৬ হাজার একশ’ ২০ টি আবেদন জমা পড়েছে। শিক্ষার্থীরা যাতে সুষ্ঠভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিগত ভর্তি পরীক্ষার সময় একটি করে পুলিশ কন্ট্রোলরুম থাকলেও, এবার তিনটি কন্ট্রোলরুম রাখা হয়েছে। একটি থাকবে সিনেট ভবনের সামনে, অন্যদুটি বিনোদপুর ও কাজলা গেটে।’

*************



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ