বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশ^বিদ্যালয় রিপোর্টার : রাত ৮ টার মধ্যেই বিশ^বিদ্যালয়ের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে তাদের নিজ নিজ দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র কর্তৃপক্ষ। স¤প্রতি টিএসসি পরিচালক মহিউজ্জামান ময়না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা ও বিভিন্ন প্রেক্ষাপটে এই নির্দেশনা দেয়া হয়েছে। তবে কোন সংগঠনের প্রয়োজন হলে তারা কর্তৃপক্ষের বিশেষ অনুমতি সাপেক্ষে রাত ১১ টা পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
অপরদিকে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ^বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নানা সমালোচনায় মেতে উঠেছে সামাজিক যোগযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে। তারা মনে করছে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বিশ^বিদ্যালয়ের মুক্ত চিন্তার পরিবেশকে বাধাগ্রস্থ করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ চায় ছাত্র ছাত্রীরা যাতে তাদের একতা কে শক্তিশালী না করতে পারে। কারণ এই একতা শক্তিশালী হলে বিশ^বিদ্যালয়ের স্বৈরাচারী সিদ্ধান্তগুলোর প্রতিবাদ করার মতো কোন মুখ খুজে পাওয়া যাবেনা।
তবে কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক মহিউজ্জামান ময়না ইনকিলাবকে বলেন, আমরা কেবলমাত্র টিএসসিতে অবস্থিত সংগঠনগুলোর দাপ্তরিক কার্যক্রম রাত ৮ টার মধ্যে সম্পন্ন করতে বলেছি। তার মানে এই নয় যে ছাত্র ছাত্রীরা রাত ৮ টার মধ্যে টিএসসি প্রাঙ্গন ত্যাগ করবে। ছাত্র ছাত্রীরা অন্যান্য সময়ের মতোই টিএসসিতে অবস্থান করতে পারবে। রাত সাড়ে ১১ টায় ও টিএসসির পায়রা চত্বরে ছাত্র ছাত্রীদের আড্ডা থাকে, বরাবরের মতো সেটি থাকবে। তবে সংগঠনগুলো তাদের কার্যক্রম রাতের ৮ টায় শেষ করবে কারণ এখানে সবাই ছাত্র তাই তারা যাতে এইসকল কার্যক্রমের পাশাপাশি তাদের পড়ালেখায়ও সময় ব্যয় করতে পারে তাই এই নির্দেশনা, এর আর কোন উদ্দেশ্য নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।