Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে যুবকের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে শনিবার আসাদুল হক (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক সৈয়দপুর শহরের হাতিখানা বানিয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে এবং স্বর্ণের দোকানের কারিগর।
এলাকাবাসী জানান, ওই এলাকার স্বর্ণের কারিগর আসাদুলের সাথে প্রায় ৬ মাস আগে বিয়ে হয় রাবেয়া খাতুনের (১৮)। তাদের ধারণা স্ত্রীর পরকিয়ার কারণে গত শুক্রবার রাতে কোন এক সময় আসাদুলকে হত্যা করে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ মাটিতে পড়ে থাকতে দেখে।
নিহতের মা সেলিনা জানান, আমি আগের রাত্রে বাবার বাড়িতে ছিলাম সংবাদ পেয়ে বাসায় এসে দেখি ছেলের লাশ পড়ে আছে। আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহজাহান জানান, ময়না তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না হত্যা না আত্মহত্যা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ