Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরা সার্কিট হাউজে আগুন

| প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরা সার্কিট হাউজের একটি ভিআইপি কক্ষ আগুনে পুড়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ অগ্নিকান্ড ঘটলে দ্রæত ফায়ার সার্ভিসের দল সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এরই মধ্যে আগুনে পুড়ে নষ্ট হয় সার্কিট হাউজের শিমুল নামের ভিআইপি কক্ষের এসি, সোফাসেটসহ জানালা-দরজা।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের র্কমর্কতা নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব বলেন, এ ঘটনায় তদন্ত টিম গঠন করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, অগ্নিকান্ডের খবর শুনে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মারুফ আহম্মদ ঘটনাস্থল পরির্দশন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ