Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিলনের ইমো অ্যাকাউন্ট হ্যাকড

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সামাজিক যোগাযোগের অ্যাপস ইমো নিয়ে বেকায়দায় পড়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। তার নিজস্ব এ অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে। তবে কে বা কারা হ্যাকড করেছে সেটি এখনও বুঝতে পারছেন না। মিলন বলেন, আমার পরিচিত একজনের নম্বর থেকে প্রথমে একটি মেসেজ আসে। সেখানে লেখা ছিল ভাই আমি একটি ইমো অ্যাকাউন্ট খুলেছি, কিন্তু কোনোভাবে আপনার ফোনে আমার কোড নম্বরটি চলে গেছে। আমাকে একটু কোড নম্বরটা পাঠাবেন? এরপর মিলন কোড নম্বর পাঠান। কিছুক্ষণ পরই খেয়াল করেন তার ইমো অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে গেছে। যদিও বিষয়টি মিলন ঘটনার সঙ্গে সঙ্গে টের পাননি। পরক্ষণে বুঝতে পারেন তার নম্বর দিয়ে ওই ফোন থেকে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এরপর হিসাব অনুযায়ী মিলনের নম্বরেই মেসেজ এসেছে। মিলন বলেন, আমার অ্যাকাউন্ট থেকে সে বিভিন্ন মেয়েদের মেসেজ পাঠাচ্ছে। আর নানারকম উল্টাপাল্টা কথা বলছে। কারণ যারা আমার স¤পর্কে জানেন, তাদের কাছে বিষয়টি তো শুরুতেই খটকা লেগেছে। এমনকি আমার স্ত্রীকেও সে ডিস্টার্ব করেছে। বর্তমানে মিলন রয়েছেন কুয়াকাটায়। সেখান থেকে ঢাকা ফিরবেন ২৩ অক্টোবর। ফিরেই তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানান। একইসঙ্গে মিলনের ইমো অ্যাকাউন্ট থেকে ভ‚য়া এবং অসম্মানজনক বার্তা পেলে এড়িয়ে যাওয়ার কথা জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ