রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপসা উপজেলার আইজঘাতি ইউনিয়নের সেনহাতি বাজার সংলগ্ন ভৈরব নদের ফেরি ঘাট এলাকা থেকে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী খালিদ হাসানের (১৯) এর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শনিবার সকাল ৯টার দিকে ফেরি ঘাটের পন্টুনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে বেলা ১২টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান ওসি। এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে রূপসা নদী পার হতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন খালিদ। তিনি ঢাবির ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।