রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও গুলিসহ ৩ জন আটক হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার ধর্মদহ ব্যাঙগাড়ী মাঠ থেকে মোহন (৩০), তফিকুল (২৬) ও সেলিম (২৪) কে একটি শার্টার গান, ২ রাউন্ড গুলি ও একটি হাসুয়াসহ আটক করে পুলিশ।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর জন্য একদল সন্ত্রাসী ব্যাঙগাড়ী মাঠে অবস্থানের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার এসআই গৌতমের নেতৃত্বে সঙীয় পুলিশ ব্যাঙগাড়ী মাঠে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। আটক সন্ত্রাসীদের মধ্যে তৌহিদুল ইসলামের ছেলে মোহন ও হাসিম উদ্দিনের ছেলে তফিকুলের বাড়ি দৌলতখালী গ্রামে এবং হাফেজ উদ্দিনের ছেলে সেলিমের বাড়ি ফিলিপনগর গ্রামে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।