Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, সাভার : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সাভার ও আশুলিয়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
শনিবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ড এর সিটি সেন্টারের সিডি ফুল প্যালেস এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর বলেন, মানব কল্যানে যতগুলো মাধ্যম আছে তার মধ্যে অন্যতম হলো সাংবাদিকতা। তাই এই পেশাকে দেশের অন্যান্য মানুষের সঙ্গে আমিও অনেক সম্মান করি। তিনি বলেন, সমাজের ন্যায় অন্যায় এবং নানা অসংগতি তুলে ধরে মানব কল্যানে কাজ করে যাচ্ছে সাংবাদিকরা। আমিও একজন জনপ্রতিনিধি ও রাজনীতিবীদ হিসেবে ছাত্রজীবন থেকে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর থেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডও তুলে ধরেন তিনি। সভায় সাভার ও আশুলিয়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ