Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনা আ’লীগের সভাপতি ও সেক্রেটারীর বহিষ্কার দাবিতে মানববন্ধন

কুমিল্লা উত্তর সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চাঞ্চল্যকর দিনমজুর ট্রলার চালক আমির হোসেন হত্যার মূল পরিকল্পনাকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আঃ লতিফ সরকার ও সেক্রেটারী নূরুল আমিন মেম্বারকে দল থেকে এবং ইউপি সদস্য পদ থেকে অবিলম্বে বহিস্কারের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। নির্মম এই হত্যার প্রতিবাদে ও ফাঁসির দাবিতে চালিভাঙ্গার মানুষ ফোঁসে উঠেছে। মানব বন্ধন. বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা চলছে। গতকাল শনিবারও চালিভাঙ্গা বাজারে এলাকার শত শত নারী-পুরুষ এক বিক্ষোভ মিছিলে চেয়ারম্যান ও মেম্বারকে আওয়ামী লীগ থেকে এবং ইউপি পদ থেকে বহিস্কারের দাবি তুলেন এলকাবাসী। হত্যার আসল রহস্য উদঘাটন করে ৪৮ঘন্টার মধ্যে ঘাতকদের গ্রেফতার করায় আইনশৃঙ্খালা বাহিনীকে ধন্যবাদও জানান মিছিলেকারীরা।। এলাকার লোকজন জানায়, চেয়ারম্যান লতিফ সরকার , মেম্বার নূরুল আমিন ও কুখ্যাত ডাকাত দেলোয়ার হোসেনসহ ২০/২৫জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, গ্রামের বিচার-শালিসি থেকে ঘুষ আদায়, চাঁদাবাজি, দুর্নীতি, খুন, রাহাজানিসহ নানা লোমহর্ষক অপরাধ করে আসছে দিনের পর দিন।। এরই প্রতিাবাদ করে আসছে এলাকার সাবেক চেয়ারম্যান হুমায়ন, সানাউল্লাহ সরকার, কাইউম হোসাইনসহ এলাকার গন্যমান্য লোকজন। এরই জের ধরে এলকার আধিপত্য এবং অপরাধ জগত নিয়ন্ত্রনে নিতে প্রতিবাদীদের কন্ঠরোধ করতে (ফাঁসাতে) গত ১৫ অক্টোবর রাতে সৎভাই ট্রলার চালক আমির হোসেনকে নির্মমভাবে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয় কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইসলামাবাদ গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে সৎভাই দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতসহ তার সঙ্গীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ