Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বনানী ধর্ষণ বাদীকে হুমকির অভিযোগে থানায় জিডি

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের মামলার বাদী ফোনে হুমকি পাওয়ার কথা জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত বুধবার রাজধানীর গুলশান থানায় জিডি করেন মামলার বাদী। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, গত বুধবার করা ওই জিডিতে মামলার বাদী বলেছেন, তাকে ফোন করে হুমকি ও আজেবাজে কথা বলা হচ্ছে। গত ৬ মে বনানী থানায় ধর্ষণের ওই অভিযোগ দায়েরের পর ৮ জুন ঢাকার হাকিম আদালতে অভিযোগপত্র দেন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি। বাদীপক্ষে মোট ৪৭ জনকে সাক্ষী করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ