পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
দেশের অগ্রগামী অনলাইন শপিং প্লাটফর্ম দারাজ বাংলাদেশ লিঃ-এর পণ্য তালিকায় যোগ হলো যুক্তরাজ্যের বিশ্বখ্যাত এফএমসিজি কোম্পানি রেকিট বেনকিজার (আরবি)-এর পণ্য।
এর সুবাদে এখন থেকে ক্রেতারা নিশ্চিন্তে ঘরে বসেই দারাজ থেকে কিনতে পারবেন রেকিট বেনকিজারের সব পণ্য। এই মর্মে সম্প্রতি রাজধানীর বনানীতে দারাজের হেড কোয়ার্টারে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেকিট বেনকিজারের বিক্রয় পরিচালক কাজী আরিফ জামান বলেন, ‘রেকিট বেনকিজারের জন্য ই-কমার্স নতুন ক্ষেত্র, যা আরবি-এর ব্যবসাকে অফলাইনের পাশাপাশি অনলাইনে একটি ভিন্নমাত্রা দান করবে। এর ফলে ক্রেতারা আরও সহজে আরবি-এর পণ্য খুঁজে পেতে সক্ষম হবে। আমাদের বেশ কয়েকটি ই-কমার্স পার্টনার থাকলেও ই-কমার্সে দারাজের দক্ষতা আরবি-এর ব্যবসাকে আরও ত্বরান্বিত করবে। আমরা দারাজের সঙ্গে একটি সফল পার্টনারশিপ আশা করছি।’ স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।