Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে এবতেদায়ী মাদরাসাসমূহ জাতীয় করণ করতে হবে -মাওলানা শাব্বির আহমদ মোমতাজী

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছিনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী বলেছেন, সরকার মাদরাসা শিক্ষা সম্প্রসারণে যথেষ্ট আন্তরিক। ইতিমধ্যে ৫২টি কামিল মাদরাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। তিনি বলেন, অবিলম্বে এবতেদায়ী মাদরাসাসমূহ জাতীয় করণ করতে হবে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার জাতীয় কর্মী সম্মেলনে মাওলানা শাব্বির আহমদ মোমতাজী প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক গবেষক ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্মতত্ব অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির প্রিন্সিপাল শওকাত হোসেন, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, জমিয়তে তালাবয়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি এস এম সাখাওয়াত হুসাইন, মওলানা মাহফুজুর রহমান, মাওলানা আবুবকর সিদ্দিক, মুহাম্মদ আবদুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ আল আমিন, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী মুহাম্মদ সাইদুর রহমান সানি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নোমান আহমেদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোস্তফা আল মুজাহিদ ও ঢাকা মহানগরী সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম।
শিক্ষার সর্বস্তরে ১০০ নাম্বারের ইসলাম শিক্ষা বাধ্যতামূলক ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা জাতীয় করণের দাবিতে বাংলাদেশ জমিয়তে তালাবয়ে আরাবিয়ার উদ্যোগে জাতীয় কর্মী সম্মেলনে নেতৃবৃন্দ বলেছেন, এবতেদায়ী মাদরাসা সমূহকে জাতীয় করণ করা না হলে মাদরাসা শিক্ষা ধ্বংস হয়ে যাবে। শিক্ষার প্রাথমিক পর্যায়ে যদি বৈষম্যমূলক আচরণ করার কারণে মাদরাসায় শিক্ষার্থী সংকট দেখা দিচ্ছে। ফলে মাদরাসার ফাউন্ডেশন ধ্বংস হয়ে যাচ্ছে। তারা বলেন, অবিলম্বে ইবতেদায়ী মাদরাসা সমূহ জাতীয় করণ করতে হবে। প্রয়োজনে দাবি আদায়ে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। তারা বলেন, সারা দেশে ৬৩ হাজার ৬০১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে অথচ ২৫ হাজার এবতেদায়ী মাদরাসায় সরকারের কোন অনুদান দেয়া হয় না। তারা আরও বলেন, শিক্ষার সর্বস্তরে ১০০ নাম্বারের ইসলাম শিক্ষা বাধ্যতামূলক না করলে আগামী প্রজন্ম ইসলাম সম্পর্কে অজ্ঞ হয়ে যাবে ফলে জাতীয় বিপর্যয় দেখা দেবে।



 

Show all comments
  • Rafiqul Islam ২১ অক্টোবর, ২০১৭, ৯:৫৮ এএম says : 0
    Out Government should take necessary action to nationalize Ebtedaye Madrasa Education also they can take some role model from Arabs/Singapore/Malaysia where multiracial people are living together and governments are supporting them equally on every aspect of life. It's also a true factor that our social life passing through great confusion and conflict due to lack of religious education. So it's become a major national issue to improve and make compulsory for oncoming generation. My cordial thanks to all those Intellectual people are trying to get attention peacefully by Government.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ