Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াপাড়ায় ভৈরব নদে নৌকা বাইচ

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা : বৈরী আবহাওয়া এবং সকাল থেকে একটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে গতকাল শুক্রবার বিকালে নওয়াপাড়ার ভৈরব নদের দুই তীরে হাজার হাজার দর্শকের মন মাতিয়েছে। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে এটা ছিল নবম নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠান। এ বছর নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় এলঅকার খ্যাতনামা ৭টি কালাই নৌকা। ফরিদপুর জেলার আলফাডাঙ্গার রিপন ফকিরের নৌকা প্রথম স্থান, গোপালগঞ্জ জেলার আড়পাড়ার ওসমান মিনার নৌকা দ্বিতীয় স্থান এবং ফরিদপুর জেলার বড়গা আলফাডাঙ্গার নজরুল ইসলামের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। পরে নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার তুলে দেন যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায়। এসময় বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী ও উপজেলা নির্বাহী অফিসার এমএম মাহমুদুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অভয়নগর থানার ওসি মো. আনিসুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ শের আলী বিশ্বাস, প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, আবদুল জব্বার মোল্যা, মঈনুর জহুর মুকুল প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ