Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকা মেডিক্যালের গেইটে অটোরিকশায় অজ্ঞাত কিশোরীর লাশ

| প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগানগেইটে অটোরিকশার ভেতরে অজ্ঞাত এক কিশোরীর লাশ ফেলে দুই ব্যক্তি পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনার পর নিহত কিশোরীর লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গতকাল রাত পর্যন্ত পুলিশ নিহতের পরিচয় উদ্ধার বা জড়িতদের গ্রেফতার করতে পারেনি। হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে মেডিকেলের প্রশাসনিক ভবনের গেইটে রূপালী রঙের একটি প্রাইভেট অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখেন তারা। ভেতরে পাওয়া যায় আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর লাশ। কিছু সময় পর ওই অটোরিকশার চালক ফুলসুর মিয়াকেও খুঁজে পায় পুলিশ। চালকের ভাষ্য অনুযায়ী, দুই ব্যক্তি মিরপুর ১২ নম্বর থেকে অচেতন ওই কিশোরীকে নিয়ে তার গাড়িতে ওঠে। তারা বলেছিল, ওই কিশোরী অসুস্থ, তাই ঢাকা মেডিকেলে নিতে হবে। মেডিকেলে পৌঁছে বাগানগেইটে গাড়ি থামিয়ে ওই দুই ব্যক্তি হাসপাতাল থেকে ডাক্তার-নার্স কাউকে নিয়ে আসার কথা বলে কিশোরীকে অটোরিকশার ভেতরে রেখে এগিয়ে যায়। কিন্তু তারা না ফেরায় চালক ফুলসুর মিয়া গাড়ি রেখে তাদের খুঁজতে বের হন। ওই সময় অটোরিকশাটি পুলিশের চোখে পড়ে। এসআই বাচ্চু মিয়া বলেন, ওই কিশোরীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নাক দিয়ে রক্তও ঝলেছে। তার পরনে ছিল রঙিন সালোয়ার কামিজ। তাকে অনেক নির্যাতন করা হয়েছে বলে লাশ দেখে মনে হয়েছে। শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা তদন্তের চালককে শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ