বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাইয়ে স্বামীকে খুন করালো তার সাবেক স্ত্রী ও শ্যালিকা। নিহতের লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০ টায় থানা পুলিশ লাশটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকার মঈন উদ্দিন পেট্টোল পাম্পের পাশ্বস্থ মহাসড়কের পশ্চিম পার্শ্ব থেকে উদ্ধার করা হয়। নিহত যুবক জোরারগঞ্জ থানাধীন ২নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামের কালাম মিয়া বাড়ীর সুজাউল হক মিয়ার ছেলে মো. ফারুক (৩২)। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করার পরই তাদের নিকটাত্মীয়দের দেয়া তথ্যে বেরিয়ে আসে খুনের প্রকৃত রহস্য। তিনি জানান, নিহত ফারুকের সাবেক স্ত্রী জেসমিন সুলতানা, শালিকা আবিদা সুলতানা ও স্ত্রীর বর্তমান স্বামী নুরুল আবছার রুবেল সকলে মিলেই উক্ত যুবককে শ্বাসরোধ করে হত্যা করে। যা হত্যাকারীদের প্রদান করা জবানবন্ধীতে স্বীকারোক্তি প্রদান করে।
প্রাপ্ত তথ্য মতে নিহত ফারুক পূর্বের স্ত্রী জেসমিনকে পুনরায় বিয়ে করতে উত্ত্যক্ত করতে থাকে। আবার শালিকা আবিদাকে ও বিয়ের প্রস্তাব দেয়। এমতাবস্থায় সাবেক স্ত্রী, শালিকা ও স্ত্রীর বর্তমান স্বামী একত্রিত হয়ে রাতে তাকে পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী এলাকার জেসমিনের বাড়ী নিয়ে যায়। সেখানে ৩ জনে মিলে গভীর রাতে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে। এদিকে নিহত ফারুক বাবা সুজাউল হক পুলিশকে সন্দেহজনক বিভিন্ন তথ্য জানালে পুলিশ দ্রæত অভিযান চালিয়ে সবাইকে আটক করে।
জোরারগঞ্জ থানার অফিসার এসআই দিনেশ কুমার জানান নিহতের পিতা সুজাউল হক এঘটনায় বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ উক্ত সাবেক স্ত্রী জেসমিন সুলতানা, শালিকা আবিদা সুলতানা ও সাবেক স্ত্রীর বর্তমান স্বামী নুরুল আবছার রুবেল কে আটক করে আদালতে প্রেরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।