Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

রোহিঙ্গাদেরকে রক্ষায় বিশ্ব জনমত গড়ে তুলতে হবে -ইসলামী ছাত্রসমাজ

রাশিয়া, চীন ও ভারতকে উদ্বুদ্ধ করা জরুরি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১:১৯ এএম

ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব বীরমুক্তিযোদ্ধা ডাঃ মাওলানা শওকত আমীন রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধনের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলতে এবং রাশিয়া, চীন ও ভারতকে উদ্বুদ্ধ করতে সরকারসহ সকলের প্রতি আহŸান জানিয়েছেন। ছাত্রসমাজের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ আয়োজিত ‘রোহিঙ্গাদের রক্ষায় বিশ্ব জনমত গড়ে তুলুন’, শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি কথাগুলো বলেন। ছাত্রসমাজের সভাপতি মু. ইলিয়াছ আতহারীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ছাত্রসমাজের সাবেক সভাপতি মাওলানা মু. ইসমাইল বুখারী। বক্তাগণ রোহিঙ্গা নির্যাতনের তাৎক্ষণিক সমাপ্তি, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে পুনর্বাসন, জাতিসংঘের তত্ত¡াবধানে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা এবং রাখাইন বিষয়ক কফি আনান উপদেষ্টা কমিশনের সুপারিশসমূহের পূর্ণ বাস্তবায়নের জন্য বিশ্ব কর্তৃপক্ষ সমূহের প্রতি দাবি জানান। তারা বলেন, “সন্ত্রাসী অং সান সুচি ও তার সন্ত্রাসী বাহিনীর অপরাধীদের অবশ্যই যথাযথ তদন্ত ও শাস্তির ব্যবস্থা করতে হবে।” সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রসমাজের মহাসচিব রফিকুল ইসলাম, ছাত্রনেতা হাফেজ হাবিবুর রহমান, দপ্তর সচিব শামীমুজ্জামান আযাদ, সমাজ কল্যাণ সচিব মোঃ আলমগীর, মহানগরের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারী সাদ্দাম হোসেন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ শহিদুল্লাহ, ঢাকা আলিয়া মাদ্রাসার সভাপতি মুজাহিদুল ইসলাম, পল্টন থানার সভাপতি মোঃ শামীম, মতিঝিল থানার সভাপতি মোঃ কাউসার, যাত্রাবাড়ী থানার সভাপতি সাইদুল ইসলাম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ