Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ারের শুরু থেকেই আয়কর দিচ্ছেন মৌসুমী

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সম্প্রতি জাতীয় আয়কর সপ্তাহ উপলক্ষে একটি ফিলারে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য এই ফিলার নির্মিত হয়। এতে মৌসুমী জনসাধারণকে কর দেয়ার আহ্বান জানান। মৌসুমী নিজে কর দেন কিনা, এ প্রশ্নের জবাবে বলেন, ১৯ বছর বয়স অর্থাৎ ক্যারিয়ারের শুরু থেকে আমি কর দিচ্ছি। আমি আসলে আগে থেকে আশা করিনি এত অল্প বয়সে করদাতা হতে পারব। আমি একজন নারী। বেশিরভাগ সময় দেখা যায় গৃহিণীদের কর দিতে হয় না। আমি যখন চলচ্চিত্রে কাজ করতে শুরু করি তখন থেকেই মূলত কর দেওয়া শুরু করি। আমার পারিশ্রমিক অনুযায়ী কর দিতাম। প্রথম কর দিতে গিয়ে অনেক ভালো লেগেছিল। গর্বিত বোধ করেছিলাম। এখনো এটা অব্যাহত আছে। আয়কর দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মৌসুমী বলেন, এটা সম্ভবত ১৯৯৭ সালের ঘটনা হবে। রাজস্ব বোর্ডের এক অফিসারে বদলির পর নতুন একজন যুক্ত হন। তিনি পুনরায় আমার কর ফাইল দেখেন এবং আমাকে বলেন, আপনাকে ৭০ কিংবা ৮০ লাখ টাকা ট্যাক্স দিতে হবে। তখন আমি তাকে বলেছিলাম, আমার তো ৭০ কিংবা ৮০ লাখ টাকা আয় নেই তাহলে এত টাকা ট্যাক্স আসবে কোথা থেকে! পরে অবশ্য এটার সমাধান হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ