Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা অ্যাটাকে আইটেম গান টিকাটুলি

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি ইতোমধ্যে দর্শকের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। ব্যবসা সফল সিনেমা হিসেবে খ্যাতি পেয়েছে। বর্তমানে ১২৭ টি হলে সিনেমাটি চলছে। সিনেমাটির অন্যতম আকর্ষণ ‘টিকাটুলির’ শিরোনামের গানটি। নতুন করে রেকর্ডিং করে গানটি ব্যবহার করা হয়েছে এতে। আইটেম গানের আদলে নির্মিত গানটির মনোমুগ্ধকর কোরিওগ্রাফি হলে দর্শকের মন কেড়ে নিয়েছে। এই আইটেম গানের পুরো ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। মুক্তির আগে এর লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছিল। মতিন চৌধুরীর গাওয়া জনপ্রিয় এ গানটি নতুন করে সুর ও সংগীতায়োজন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে গানের কথার কিছু অংশও। তবে নতুন গানটিতেও কণ্ঠ দিয়েছেন মতিন চৌধুরী। সুর শাহীন কামাল। সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ। গানটির কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। গানটির সঙ্গে নেচেছেন চিত্রনায়িকা মিমো ও নবাগত চিত্রনায়ক সাঞ্জু জন। সিনেমার গল্পের সঙ্গে মিল রেখে গানটি তৈরি হয়েছে। তাই গানের কিছু অংশে দেখা যাবে মাহি, আরিফিন শুভ ও এবিএম সুমনকেও। মতিন চৌধুরী ও তার বন্ধু শাহীন কামাল মিলে গানটি তৈরি করেন ২০১০ এর দিকে। ‘জীবন হলো সিগারেটের ছাই’ নামের একটি অ্যালবামে ঠাঁই পেয়েছিল গানটি। তখন থেকেই তুমুল জনপ্রিয়তা প্রায় ‘টিকাটুলি’ গানটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ