Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু-কিশোরদের ধারাবাহিক টিরিগিরি টক্কা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

দেশের প্রথম শিশু-কিশোরদের টিভি চ্যানেল দুরন্ত। চ্যানেলটিতে প্রচার শুরু হয়েছে শিশু-কিশোরদের উপযোগী ধারাবাহিক নাটক ‘টিরিগিরি টক্কা’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০, রাত ৮.৩০ এবং ১২.৩০টায় নাটকটি প্রচার হচ্ছে দুরন্ত টিভিতে। ধ্বনি চিত্র লিঃ এর প্রযোজনা সাইন্সফিক্সন এই নাটকটি রচনা করছেন এম আসলাম লিটন এবং পরিচালনা করেছেন ছোটদের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর এর পরিচালক তৌহিদ খান বিপ্লব। ধারাবাহিকটিতে তিন জন শিশু শিল্পী নদী, ইরা ও তুর্য। বড়দের মধ্যে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, শামিমা তুষ্টি, সুজতি শিমুল, নিলা ইসরাফিল, ফকরুজ্জামান চৌধুরী, কাজী উজ্জ্বল, শামিম ভিস্তি ও মূকাভিনয় শিল্পী নিথর মাহবুব। নাটকের গল্পে দেখা যাবে ঢাকা শহরে একটা বাড়িতে একটা বাচ্চা মেয়ে সূর্যমুখী। হঠাৎ করে এই বাড়িতে সূর্যমুখীর মতো চেহারার একটা মেয়ে হাজির হয়। একইরকম চেহারার দুজনকে দেখে বাড়ির সবার মধ্যে জন্মনেয় আতংক। অবশেষে মেয়েটি পরিচয় দেয় সে ভিনগ্রহ থেকে আসা এলিয়েন। তার নাম টিরিগিরি। এই এলিয়েনকে নিয়ে নাটকে একেরপর এক জন্ম নিতে থাকে মজার মজার ঘটনা। পরিচালক বিপ্লব বলেন, ‘শিশু-কিশোরদের নিয়ে কাজ করা অনেক কঠিন। খুব চ্যালেঞ্জিং একটি কাজ আমরা করেছি। তবে একটি ভাল কাজ যাতে বের হয়ে আসে সেই লক্ষে অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে টিমের সবাই নিজে থেকে আন্তরিক ভাবে চেষ্টা করছে। নিজেদের কাজগুলো জতœ সহকারে করেছে। কাজটি শুরু করার আগে অডিশনের মাধ্যমে শিশু শিল্পীদের বাছাই করেছি, বাছাই করার পর তাদের প্রশিক্ষন দিয়েছি। বড়দের মধ্যে যারা কাজ করেছে তারা মঞ্চ থেকে উঠে আসা এবং অভিনয়ে দক্ষতা সম্পন্ন। নাটকের গল্পটিও আকর্ষণীয়। তাই এই নাটকটি নিয়ে আমি অনেক আশাবাদী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ