বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামীকাল শনিবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, সাবেক এমএলএ, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য, স্বাধীনতাত্তোর গণপরিষদ ও বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ সদস্য, মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্বাধীনতা পদক প্রাপ্ত মৌলভি আচমত আলী খান এর ২৪ তম মৃত্যুবার্ষিকী। তিনি নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বাবা।
গতকাল বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। এ উপলক্ষে আগামী ২১ অক্টোবর, শনিবার সকাল ৭ টায় মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন খানি, সকাল ১১ টায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, বিকাল ৪ টায় আচমত আলী খান স্কুল ও কলেজ মাঠে এবং বাদ আছর মাদারীপুরস্থ মরহুমের বাসভবন সংলগ্ন চাঁদমারী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের জন্মস্থান দুধখালী ইউনিয়নের মধ্য হাউসদী গ্রামের খানবাড়ী জামে মসজিদে এবং ২০ অক্টোবর বিকাল ৪ টায় দুধখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন মাঠে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ও ২১ অক্টোবর বাদ আছর রাজৈরে আচমত আলী খান সংসদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের জ্যেষ্ঠপুত্র নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, এম.পি উল্লেখিত কর্মসূচিতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।