Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এডভান্সড কেমিক্যাল সেফটি এন্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার সমাপ্ত

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডবিø¬উসি) এবং অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অব কেমিক্যাল উইপ›স (ওপিসিডবিøউ) কর্তৃক আয়োজিত এডভান্সড ক্যামিক্যাল সেফটি এন্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট শীর্ষক দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারটি গতকাল বৃহস্পতিবার ঢাকাস্থ একটি হোটেলে সমাপ্ত হয়েছে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অবঃ) প্রধান অতিথি এবং নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবময় অবদানের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ রাসায়নিক অস্ত্র কনভেনশনের সাক্ষরকারী প্রথমসারির দেশ হিসেবে কনভেনশন বাস্তবায়নের ব্যাপারে বদ্ধপরিকর। তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক দ্রব্যের অপব্যবহার রোধ এবং রসায়নের নিরাপদ ও শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতকরন তথা রাসায়নিক অস্ত্রমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে ওপিসিডবিøউর সাথে একযোগে কাজ করে যাচ্ছে এবং এরই মাধ্যমে নিরাপদ বাংলাদেশ তথা নিরাপদ পৃথিবী গড়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ী। পরিশেষে তিনি ওপিসিডবিøউ কে ধন্যবাদ জানিয়ে আগামীতেও বাংলাদেশে এ ধরনের আর্ন্তজাতিক সেমিনার আয়োজন করার আহবান জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সেমিনার শেষে প্রধান অতিথি সেমিনারে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এছাড়াও চেয়ারম্যান, বিএনএসিডবিø¬উসি লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ