Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলফামারীতে তিন বছরের শিশু ৬ দিন ধরে নিখোঁজ

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নীলফামারী সংবাদদাতা : নীলফামারী শহরের বারইপাড়া থেকে রিয়াজ বাবু নামে তিন বছরের এক ৬ দিন ধরে শিশু নিখোঁজ হয়েছে। এ বিষয়ে রবিবার নীলফামারী থানায় সাধারণ ডায়েরী(জিডি) করেছেন নিখোঁজ বাবুর বাবা আজিজুল ইসলাম রাজু। জিডি সূত্র জানায়, প্রতিদিনই বাড়ির আশপাশ খেলাধুলা শেষে বাড়িতে ফিরতো শিশু বাবু কিন্তু শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত বাড়িতে না আসায় তাকে খোঁজাখুজি শুরু করে পরিবারের লোকজন। আশপাশের বিভিন্ন স্থানসহ আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ করে শিশুটির সন্ধান পায়নি তারা।
বাবুর বাবা আজিজুল ইসলাম রাজু জানান, ছেলেকে পেতে হন্য হয়ে খুঁজছি কিন্তু সন্ধান পাচ্ছি না। মাইকিং করে প্রচারণা এমনকি পোস্টার সাটিয়ে দিয়েছি বিভিন্ন স্থানে। বিষয়টি থানা পুলিশ ছাড়াও স্থানীয় র‌্যাব ক্যাম্পে অবহিত করা হয়েছে বলে জানান তিনি। যোগাযোগ করা হলে নীলফামারী থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, নিখোঁজের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বেতার বার্তার মাধ্যমে অবহিত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ