Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় আলোকচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী উৎসব

| প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


বগুড়া ব্যুরো ঃ গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দ্যা ডেইলি স্টার-স্টান্ডার্ড চার্টার্ড “জীবনের জয়গান উৎসব” শিরোনামে দিনব্যাপী আলোকচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী করে। উৎসবের আয়োজন সহযোগী কলেজের নাট্য সংগঠন কলেজ থিয়েটার। এ উৎসবের উদ্বোধন করেন সরকারি আজিজুল হক কলেজের প্রিন্সিপাল এবং কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ সামস্-উল আলম। এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরি, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম, কলেজ থিয়েটারের সাবেক সভাপতি আমজাদ শোভন, ভারপ্রাপ্ত সভাপতি সিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণি, ডেইলি স্টারের প্রতিনিধি এবং কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। ২০১৬ সালে বিজয়ী স্থিরচিত্র প্রদর্শনী দেখার পর আজিজুল হক কলেজের প্রিন্সিপাল বলেন, এধরনের প্রদর্শনী থেকে ছাত্র-ছাত্রীরা অনেক কিছু শিখতে পারে এবং তাদের ভেতরে এই ধরনের কাজে সম্পৃক্ত হবার আগ্রহ বৃদ্ধি পায়। আমাদের কলেজে এমন একটি আয়োজন করার জন্য ডেইলি স্টার এবং স্টান্ডার্ড চার্টাড ব্যাংককে অনেক অনেক ধন্যবাদ। কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সেমিনার রুমে জীবনের জয়গান উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এ টেলিভিশন ভাইরাস’, ‘এক্সোটিক’, ‘ঢাকা তোমাকে ভালবাসি’, ‘জোঁকের তেল’ এবং ‘মনফড়িং’ প্রদর্শিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ