বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া ব্যুরো ঃ বগুড়ায় এক মহিলার হাতে তাহেরা (৪৫) নামের অপর এক কর্মজীবী নারী নৃশংস ভাবে নিহত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে শহরে বারপুর এলাকায়। নিহত তাহেরা বারপুর দক্ষিণপাড়া এলাকার মৃত ধলু মিয়ার স্ত্রী। পুলিশ এ ঘটনায় রঞ্জিতা ওরফে রঞ্জি (৫০) নামের মহিলাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। পুলিশ জানায় রঞ্জিতা নামের ওই বয়স্ক মাহিলা অপ্রকৃতিস্থ স্বভাবের ।
জানা গেছে , নিহত তাহেরা শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার একটি ইট ভাটায় শ্রমিক হিসাবে কাজ করতো। ভাটার কাজ না থাকায় সে শহরের বাড়ীতে চলে আসে। বাড়ীতে থাকার অসুবিধা থাকার কারণে সে পার্শ্ববর্তী ভাড়া বাড়ীর রঞ্জিতার কাছে রাতে শুতে যেত।
পুলিশের ধারনা বৃহস্পতিবার ভোর রাতে কোন এক সময়ে রনজিতা নামের ওই মহিলা একটি লোহার রড দিয়ে তাহেরার মাথায় উপুর্যূপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে বৃহস্পতিবার ভোরে লোক মুখে খবর পেয়ে পুলিশ ঘটস্থলে পৌছে রক্তমাখা অবস্থায় খুনিকে গ্রেপ্তার করে। এসময় তারা হত্যাকান্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার ও নিহতের লাশ মর্গে প্রেরন করে। এব্যপারে এলাকাবাসীর বরাত দিয়ে বগুড়া সদর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিপূর্বে প্রায় ১০ বছর আগে রঞ্জিতা তার স্বামী বাদশা মিয়াকেও অনুরুপ ভাবে খুন করেছিল। স্বামী হত্যার দায়ে দীর্ঘ প্রায় ৯ বছর কারাবাসের পর সে কিছুদিন আগে বেরিয়ে এসেছিল কারাগার থেকে। গতকাল রঞ্জিতা নামের ওই মহিলাকে হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।